ছেলে-সন্তান টিভি-ভি.সি.আর দেখায় অভ্যস্ত হলে করণীয়

ইসলামী জিন্দেগীসভ্যতা ও সংস্কৃতি২২ ফেব, ২১

প্রশ্ন

নামায-রোযা করে না এমন লোকদের হাদিয়া ও ঘরে পাকানো খানা খাওয়া এবং তাদেরকে সালাম দেয়া জায়িয হবে কি-না ? আমার ছেলে মেয়েরা নামায পড়ে না। টিভিতে নাটক-গান দেখে ও শুনে। নামায পড়ার জন্য এবং টিভিতে গান দেখা হতে বিরত থাকার জন্য অনেক দিন যাবত দাওয়াত দেয়া হচ্ছে। কিন্তু কোন কথা শোনে না ও মানে না। ছেলে মেয়েদের থেকে আমরা আলাদা হয়ে বসবাস করবো, নাকি তাদেরকে দাওয়াত দিয়ে দীনের পথে চলতে বলতে থাকব ? উল্লেখ্য যে, টিভি নিষেধ করা সত্ত্বেও ছেলের রোজগারের টাকা দিয়ে ছেলেই টিভি কিনেছে। খবর ও অন্যান্য ভাল শিক্ষামূলক ‍অনুষ্ঠান টিভিতে দেখা যাবে কি-না ?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যা, আপনাদের জন্য এখন তাদের থেকে ভিন্ন হয়ে বসবাস করা ভাল, যেন এ বিচ্ছেদে তারা ব্যথিত ও অনুতপ্ত হয়ে নিজেদের ভুল থেকে ফিরে আসতে সক্ষম হয়। তবে এর সাথে সাথে তাদেরকে বুঝাতে থাকবেন। আল্লাহর নিকট তাদের তাওবার তাওফীকের জন্য দু‘আ করবেন।

প্রচলিত টিভির কোন অনুষ্ঠানই দেখা জায়িয নয়। এর সকল প্রকার অনুষ্ঠান দেখা গুনাহের কাজ এবং গুনাহের সহযোগিতা। সুতরাং দীনদারীর উপর কায়িম থাকতে হলে, এর থেকে দুরে থাকা একান্ত জরুরী।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া মাহমূদীয়া, খন্ড: , পৃষ্ঠা: ২১৫
  • নিযামুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৯৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১