ছেলে ও মেয়েদের কোন অঙ্গে মেহেদি ব্যবহার করা জায়েজ

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসসভ্যতা ও সংস্কৃতি১১ মে, ২১

প্রশ্ন

ছেলে ও মেয়েদের কোন কোন অঙ্গে মেহেদী ব্যবহার করা জায়েজ? আর সেটা বাজারের মেহেদী নাকি গাছের মেহেদী? আমি শুনেছি মেয়েদের নাকি সারা বছর মেহেদী লাগানো সুন্নাত? কথাটা কি সঠিক?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ছেলেদের জন্য মেহেদী ব্যবহার করা জায়েজ নেই। তবে যদি কোন অসুস্থ্যতার চিকিৎসার জন্য হয়ে থাকে, তাহলে পুরুষের জন্য মেহেদী ব্যবহার করা জায়েজ আছে। আর মহিলাদের জন্য শরীয়ত এ ইচ্ছেধিকার দিয়েছে যে, সে তার সৌন্দর্য প্রকাশক স্থান সমূহে সৌন্দর্য বর্ধিত করে এমন বস্তু ব্যবহার করতে পারে। যেমন, হাত, পা, সীনা, গলা ইত্যাদি। তাই এসব স্থানে সৌন্দর্য বর্ধক হালাল বস্তু ব্যবহার করতে কোন সমস্যা নেই। সেই হিসেবে মেহিদী ব্যবহার করাতেও কোন সমস্যা নেই। চাই সে মেহেদী সরাসরি গাছের মেহেদী হোক, বা টিউব মেহেদী হোক। মেয়েদের মেহেদী লাগানো সুন্নত কথাটি সঠিক নয়। বরং মেহেদী লাগানো সর্বোচ্চ মুস্তাহাব বলা যায়। أن امرأة أتت عائشة رضي الله عنها فسألتها عن خضاب الحناء فقالت لا بأس به ولكني أكرهه كان حبيبي (رسول الله) صلى الله عليه و سلم يكره ريحه এক মহিলা হযরত আয়শা e এর কাছে মেহেদী লাগানো বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জবাবে বলেনঃ এতে কোন সমস্যা নেই। কিন্তু রাসূল c মেহেদীর ঘ্রাণ অপছন্দ করতেন। -সুনানে আবু দাউদ, হাদীস নং-৪১৬৪

- والله اعلم باالصواب -

সূত্র

  • الفتاوى الهندية, খন্ড: , পৃষ্ঠা: ৩৫৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১১ মে, ২১