ছাত্র না হয়ে ছাত্র পরিচয় দিয়ে হাফ ভাড়া দেয়ার হুকুম কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসজায়েয-নাজায়েয১২ জানু, ২২

প্রশ্ন

শ্রদ্ধেয় মুফতি সাহেব।নিম্নলিখিত আমার একটি বিষয়ের সঠিক সমাধান একটু তাড়াতাড়ি দিয়ে সাহায্য করলে আপনাদের নিকট চির কৃতজ্ঞ থাকব। আমার একাডেমিক মাস্টার্স পড়ালেখা শেষ। শুধু এখন ফলাফল প্রকাশের বাকী। কিন্তু আমি এখনো কোনো চাকুরী করি না। তাই এখন শুধু চাকুরীর পড়াশুনা করতেছি।একাডেমিক ছাত্র থাকা অবস্হায় আমরা ছাত্র হিসাবে যাতায়াতে হাফ ভাড়া দিতে পারতাম।কিন্তু এখন একাডেমিক ছাত্রত্ব শেষ হওয়ায় চাকুরীর পড়াশুনায় রত থেকে (চাকুরীজীবি বা নিজে অন্য কোনো উপার্জনকারী পেশাজীবি হওয়ায় আগ পর্যন্ত) ছাত্র পরিচয় দিয়ে যাতায়াতে হাফ ভাড়া দেওয়া জায়েয হবে? (নাম ও ইমেইল প্রকাশে অনিচ্ছুক)

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নাহ, একাজ করা জায়েজ হবে না। কারণ আপনাকে যে কারণে এ সুবিধাটি দেয়া হচ্ছিল, সেটির হকদার এখন আপনি নন। তাই মালিকপক্ষের সকলের অনুমোদন ছাড়া ছাত্র পরিচয় দিয়ে ভাড়া কম দেয়া আপনার জন্য জায়েজ হবে না। এখনো ছাত্র পরিচয় দিয়ে ভাড়া কম দিলে সেটি ধোঁকাবাজীর অন্তর্ভূক্ত হবে। যা ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। হাদীসে ইরশাদ হচ্ছে- عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلَاحَ فَلَيْسَ مِنَّا، وَمَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا» হযরত আবু হুরায়রা e থেকে বর্ণিত। রাসূল c ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাদের উপর তরবারী উত্তলোন করে, সে আমাদের অন্তর্ভূক্ত নয়, এবং যে আমাদের ধোঁকা দেয়, সে আমাদের অন্তর্ভূক্ত নয়। -সহীহ মুসলিম, হাদীস নং-২২২৪

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১২ জানু, ২২