ছবি ঝোলানো ঘরে নামাজ আদায়

মাসিক আল কাউসারবিবিধ৩১ ডিসেম্বর, ২০

প্রশ্ন

অনেক দিন পর আমি ও আমার বড় ভাই ছোট মামার বাসায় যাই। সেখানে আমরা যেই রুমে নামায পড়ি তাতে আমাদের মরহুম নানা-নানীর ছবি ঝোলানো ছিল। ছবিটি বেশ বড় ছিল। নামাযের পর আমার সন্দেহ হয় যে, এ রুমে পড়া নামায আদায় হয়েছে কি না? বড় ভাইকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, নামায হয়ে গেছে। কেননা ছবিটি আমাদের সামনে ছিল না; বরং ডানপাশে ছিল। জানার বিষয় হল, তার কথাটা কি ঠিক? পাশে ছবি থাকা অবস্থায় নামায পড়লে কি নামাযে কোনো সমস্যা হবে না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

সামনে প্রাণীর ছবি রেখে নামায পড়লে যেভাবে নামায মাকরূহ হয় তেমনিভাবে ডানপাশে বা বামপাশে ছবি ঝোলানো থাকলেও নামায মাকরূহ হয়। সুতরাং আপনাদের উক্ত নামায মাকরূহ হয়েছে। তবে তা আদায় হয়ে গেছে। পুনরায় পড়তে হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৪১৪
  • হালবাতুল মুজাল্লী, খন্ড: , পৃষ্ঠা: ২৯৩
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১০৭
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৭
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২০৩
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৬৪৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৩১ ডিসেম্বর, ২০