চুলের খোপা বেঁধে নামায পড়া

মাসিক আল কাউসারনামায৫ এপ্রিল, ২১

প্রশ্ন

আমরা জানতাম, চুলের খোপা বেঁধে নামায পড়া যায়। কিছু দিন পূর্বে আমাদের গ্রামের জনৈক মহিলা বলল, তার স্বামী কোনো হুজুরের কাছে শুনেছে যে, খোপা বেঁধে নামায পড়লে নামায হয় না। চুল ছেড়ে নামায পড়তে হয়। ঐ মহিলার স্বামীর কথা সঠিক কি না জানিয়ে বাধিত করবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

না, তার কথা ঠিক নয়। মহিলারা খোপা বেঁধেও নামায পড়তে পারবে। এতে দোষের কিছু নেই।

উল্লেখ্য যে, নামায অবস্থায় মহিলাদের চুল পরিপূর্ণরূপে ঢেকে রাখা জরুরি। সুতরাং তারা চুল এভাবে রাখবে, যেন রুকু-সিজদা বা অন্য কোনো অবস্থায় তা বেরিয়ে না পড়ে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • নাইলুল আওতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৮৬
  • তুহফাতুল আহওয়াযী, খন্ড: , পৃষ্ঠা: ৩২৬
  • মাআরিফুস সুনান, খন্ড: , পৃষ্ঠা: ৪৭০
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৪০৫
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ১৫
  • আলইনায়া, খন্ড: , পৃষ্ঠা: ১২৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১