চিল্লায় যাওয়ার মান্নত করা

মাসিক আল কাউসারকসম-মান্নত৫ এপ্রিল, ২১

প্রশ্ন

এক তাবলীগী ভাইয়ের স্ত্রী গুরুতর অসুস্থ হওয়ায় তিনি মান্নত করেছেন যে, আল্লাহ তাআলা যদি তার স্ত্রীকে সুস্থ করে দেন তাহলে তিনি তিন চিল্লার জন্য আল্লাহর রাস্তায় বের হবেন। প্রশ্ন হল, এটি মান্নত হয়েছে কি না? স্ত্রী সুস্থ হওয়ার পর তিন চিল্লায় বের হওয়া তার জন্য জরুরি কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ঐ ব্যক্তির কথাটি মান্নত হয়নি। কেননা মান্নত সুনির্দিষ্ট কিছু ইবাদতের মধ্যেই হয়ে থাকে। তবে তাবলীগে যাওয়া ভালো কাজ। স্ত্রী সুস্থ হওয়ার পর এই ভালো কাজটি করার ব্যাপারে আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার করা হয়েছে। তাই সময় সুযোগ মতো তা পূরণ করে নেওয়া উচিত।

- والله اعلم باالصواب -

সূত্র

  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ২২৮
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৯৬
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৩৭৪
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪০
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৭৩৫
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৯১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১