চাষের মাছকে মুরগির বিষ্ঠা খাওয়ানো

মাসিক আল কাউসারজায়েয-নাজায়েয৫ এপ্রিল, ২১

প্রশ্ন

আমাদের এলাকায় কয়েক বিঘা জমি নিয়ে চিংড়ি মাছের ঘের করা হয়। সেখানে মাছ চাষ করা হয়। আর ঘেরের উপর মুরগীর ফার্ম তৈরি করা হয়। মুরগীর বিষ্ঠা ঐ মাছের খাদ্য। প্রশ্ন হল, ঐ মাছের হুকুম কী? তা কী হালাল? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

চিংড়ি মাছের চাষ করা হয় অনেক বড় জায়গাজুড়ে বেশি পানিতে। তাই মুরগীর বিষ্ঠা খাওয়ালেও মাছের মধ্যে কোনো দুর্গন্ধ হয় না এবং তার স্বাদও পরিবর্তন হয় না। সুতরাং এই চাষের চিংড়ি খাওয়া জায়েয। বিষ্ঠা খাওয়ানোর কারণে চাষের মাছ খাওয়া নিষিদ্ধ হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৪৪৪
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৩০৬
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৮৯
  • মুগনীল মুহতাজ, খন্ড: , পৃষ্ঠা: ৩৮৪
  • হাওয়াশি শারওয়ানী, খন্ড: ১২, পৃষ্ঠা: ৩২১
  • আযযখীরাহ, খন্ড: , পৃষ্ঠা: ১০৪
  • আলমুগনী, খন্ড: ১৩, পৃষ্ঠা: ৩২৮
  • মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং: ২৫,০৯৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১