চাশত নামাযের ফযীলত

ইসলামী জিন্দেগীনামায১৯ ফেব, ২১

প্রশ্ন

চাশত নামায কত রাকা‘আত এবং কখন আদায় করা হয়? আর এ নামায পড়লে কি পরিমাণ সাওয়াব হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

চাশতের নামায দুই রাকা‘আত থেকে বার রাকা‘আত পর্যন্ত পড়া যায়। সূর্য উপরে উঠার (আনুমানিতক ১৫ মিনিট) পর থেকে দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত এই নামাযের সময়। তবে উত্তম হলো দিনের এক চতুর্থাংশ যাওয়ার পরে পড়া। হাদীস শরীফে এতদসম্পর্কে অনেক ফযীলত বর্ণিত হয়েছে। এক হাদীসে আছে যে, দিনের প্রথমাংশে (চাশতের) চার রাকা‘আত নামায পড়লে আল্লাহ তা‘আলা দিনের শেষ পর্যন্ত তার যাবতীয় কাজকর্ম ও জরুরতের দায়-দ্বায়িত্ব নিয়ে নিবেন এবং সকল কাজ আসানির সাথে করে দিবেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৮৫
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৬৫
  • মিশকাত শরীফ, পৃষ্ঠা: ১১৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ ফেব, ২১