চাল দিয়ে সদকায়ে ফিত্‌র আদায়

মাসিক আল কাউসারযাকাত-ফিতরা১৩ মে, ২১

প্রশ্ন

আমার এক গরিব প্রতিবেশীর পরিবারের সদস্য সংখ্যা বেশি। অথচ তিনি একাই উপার্জন করেন। গত রমযানে তার ঘরে একদিন চাল ছিল না। তখন আমি সাড়ে তিন সের চাল দুজনের পক্ষ থেকে ছদকায়ে ফিতরের নিয়তে তাকে দেই। প্রশ্ন হল, এতে কি আমার ছদকায়ে ফিতর আদায় হয়েছে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

সদকা ফিতর এমন ব্যক্তিকে দেওয়া যাবে যে যাকাত গ্রহণ করতে পারে। প্রশ্নোক্ত ব্যক্তি যদি যাকাত গ্রহণের যোগ্য হয়ে থাকে তবে তাকে সদকা ফিতর দেওয়া ঠিক হয়েছে। আর ছদকায়ে ফিতর আদায়ের নিয়ম হল, একজন ব্যক্তির পক্ষ থেকে কমপক্ষে ১.৬৫ কেজি গম অথবা তার মূল্য আদায় করা। অবশ্য ঐ সমমূল্যের প্রয়োজনীয় কোন পণ্য দিলেও ছদকায়ে ফিতর আদায় হয়ে যাবে। বর্তমানে যেহেতু চালের মূল্য গমের মূল্য থেকে কিছুটা বেশি তাই সাড়ে তিন কেজি চাল দেয়ায় উভয়ের ফিতরা আদায় হয়ে গেছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সহীহ মুসলিম, খন্ড: , পৃষ্ঠা: ৩১৭
  • সুনানে আবু দাউদ, খন্ড: , পৃষ্ঠা: ২২৯
  • আলমাবসূত, মুহাম্মাদ, খন্ড: , পৃষ্ঠা: ২৪৬
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ২০৫
  • মুসান্নাফ ইবনে আবী শাইবা, খন্ড: , পৃষ্ঠা: ৫২২
  • সহীহ বুখারী, খন্ড: , পৃষ্ঠা: ২০৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৩ মে, ২১