চার রাকা‘আত বিশিষ্ট সুন্নাত নামাযের ২য় রাকা‘আতে সূরায়ে ফালাক পড়লে

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

চার রাকা‘আতওয়ালা সুন্নাত নামাযের দ্বিতীয় রাক’আতে সূরা ফালাক ভুলে পড়লে, ৩য় ও ৪র্থ রাক‘আত কিভাবে আদায় করবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

তৃতীয় ৪র্থ উভয় রাক‘আতেই সূরা নাস পড়বে- এটাই উত্তম। তবে তৃতীয় রাক‘আতে সূরা নাস পড়ে চতুর্থ রাক’আতে সূরা বাক্বারার শুরু থেকে পড়তে চাইলে তাও পড়তে পারবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ২৫৭
  • হালবী কাবীর, পৃষ্ঠা: ৪৯৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১