চার রাকাত নামাযের নিয়ত করে করে দুই রাকাত আদায়

মাসিক আল কাউসারনামায৪ জানু, ২১

প্রশ্ন

দুই দিন আগে মসজিদে আছরের চার রাকআত সুন্নত পড়ছিলাম। ইত্যবসরে জামাত দাঁড়িয়ে গেলে দুই রাকাতের পর সালাম ফিরিয়ে জামাতে শরীক হয়ে যাই। প্রশ্ন হচ্ছে, এখন কি আমাকে অবশিষ্ট দুই রাকাত কাযা করত হবে? কেননা আমি তো চার রাকাতের নিয়তে দাঁড়িয়ে দুই রাকাত পড়েছি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত ক্ষেত্রে অবশিষ্ট দুই রাকাতের কাযা জরুরি নয়। কেননা সুন্নত ও নফল নামাযের ক্ষেত্রে চার রাকাতের নিয়তে নামায শুরু করলেও শুধু প্রথম দুই রাকাতই ওয়াজিব হয়। তৃতীয় রাকাত শুরু করার আগ পর্যন্ত অবশিষ্ট দুই রাকাত ওয়াজিব হয় না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • কিতাবুল আছল, খন্ড: , পৃষ্ঠা: ১৩৪
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা:
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ২১৯
  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৪৩৫
  • মাজমাউল আনহুর, খন্ড: , পৃষ্ঠা: ১৯৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৪ জানু, ২১