চামচ বা ‍ছুরি দিয়ে খাওয়া

ইসলামী জিন্দেগীসভ্যতা ও সংস্কৃতি২২ ফেব, ২১

প্রশ্ন

চামচ দিয়ে খাদ্য খাওয়ায় কোন দোষ আছে কি? রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকখনোও চামচ দিয়ে খাদ্য খেয়েছেন কি-না? এরূপে ছুরি দিয়ে কেটে কেটে গোশত খাওয়ার কি হুকুম?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

রাসূলc কখনোও চামচ দিয়ে খাদ্য খাননি। তাই বিনা প্রয়োজনে চামচ, কাটা চামচ, ইত্যাদি দিয়ে খাওয়া সুন্নাতের খিলাফ। হুযূর c হাত ‍দিয়ে খেতেন। খাওয়ার শেষে আংগুল চেটে পরিষ্কার করতেন। গোশত ইত্যাদি ছুরি দিয়ে না কেটে দাঁত দিয়ে ছিড়ে খাওয়া সুন্নাত। তবে একান্ত জরুরতের বেলায় চামচ দিয়ে খাওয়া বা ছুরি দিয়ে কেটে গোশত খাওয়ার অনুমতি আছে। তবে এক্ষেত্রে বিধর্মীদের সামঞ্জস্য থেকে পরহেয করতে হবে। রাসূল c নিজে কোন কোন সময় ছুরি দিয়ে কেটে গোশত খেয়েছেন। কারণ, গোশত খুবই শক্ত ছিল। দাঁত দিয়ে কাটার উপযোগী ছিল না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ৩৩৭
  • জাদীদ ফিকহী মাসায়িল, পৃষ্ঠা: ১৮০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১