চাচাতো বোনকে বিবাহ করা

মাসিক আল কাউসারবিবাহ-তালাক৫ এপ্রিল, ২১

প্রশ্ন

এক চাচাত ভাইয়ের ছেলের ছেলে অপর চাচাত ভাইয়ের মেয়েকে বিয়ে করেছে। কুরআন, হাদীস ও ফিকহে ইসলামীর আলোকে এ বিয়ে কি শুদ্ধ হয়েছে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, তাদের বিবাহ সহীহ হয়েছে। কারণ তারা পরস্পর মাহরাম নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • তাফসীরে ইবনে কাসীর, খন্ড: , পৃষ্ঠা: ৭১৫
  • আহকামুল কুরআন, জাসসাস, খন্ড: , পৃষ্ঠা: ১৩৯
  • তাফসীরে রুহুল মাআনী, খন্ড: , পৃষ্ঠা:
  • সুনানে নাসাঈ, খন্ড: , পৃষ্ঠা: ৫৮
  • বাদায়েউ স সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৫৩১
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ১১৭
  • তাফসীরে মাযহারী, খন্ড: , পৃষ্ঠা: ৫৬
  • সূরা: নিসা, আয়াত: ২৪
  • সূরা: আহযাব, আয়াত: ৫০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১