গাড়ীর উপর যাকাত

মাসিক আল কাউসারযাকাত-ফিতরা৫ এপ্রিল, ২১

প্রশ্ন

আমার কয়েকটি মাইক্রোবাস আছে। এগুলো ভাড়ায় খাটাই। জানতে চাই, বছর শেষে ঐ গাড়িগুলোর কি যাকাত দিতে হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

না। ঐ গাড়ির যাকাত দিতে হবে না। কেননা এগুলো যাকাতযোগ্য সম্পদ নয়। হযরত আবদুল্লাহ ইবনে উমর e বলেছেন, যে সকল আসবাবপত্র বিক্রির জন্য কেনা হয় শুধু সেগুলোতেই যাকাত ফরয হয়। অন্যান্য আসবাবপত্রে যাকাত ফরয হয় না। তবে ভাড়া বাবদ যে অর্থ আসে তা যাকাতযোগ্য সম্পদ।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং: ১০,৫৬০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১