গায়রে মাহরাম মহিলার ঝুটা খাওয়া

মাসিক আল কাউসারবিবিধ১৪ মার্চ, ২১

প্রশ্ন

গায়রে মাহরাম মহিলার ঝুটা খাওয়া পুরুষের জন্য জায়েয কি না? এর হুকুম কী? তদ্রূপ পুরুষের ঝুটা গায়রে মাহরাম মহিলার খাওয়ার হুকুম কী?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

গায়রে মাহরাম পুরুষ বা মহিলার ঝুটাও পাক। তবে কেউ গায়রে মাহরামের অবশিষ্ট খাবার বা পানীয় গ্রহণে স্বাদ বা আকর্ষণ বোধ করলে তার জন্য মাকরূহ হবে। আর আকর্ষণ না হলে, স্বাদ নেওয়ার উদ্দেশ্য না থাকলে মাকরূহ হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৮
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ২২২
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১২৬
  • হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর, খন্ড: , পৃষ্ঠা: ১২১
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৪ মার্চ, ২১