গায়রে মাহরাম ব্যক্তির সাথে হজে যাওয়া

মাসিক আল কাউসারহজ্জ২৭ ফেব, ২১

প্রশ্ন

এক মহিলা হজ্ব করবে। তার বড় ভাই সৌদীতে চাকরি করে। ঢাকা বিমান বন্দর পর্যন্ত তার সঙ্গে তার ছোট ভাই থাকবে। ঢাকা থেকে জেদ্দা বিমানবন্দর পর্যন্ত মামাতো বোন ও তার স্বামী সাথে থাকবে। জেদ্দা বিমানবন্দর থেকে তার বড় ভাই তাকে নিয়ে যাবে এবং তার সঙ্গেই হজ্ব করবে। প্রশ্ন হল, সে ঢাকা বিমানবন্দর থেকে জেদ্দা পর্যন্ত তার মামাতো বোন ও তার স্বামীর সাথে হজ্ব করার জন্য যেতে পারবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মাহরাম ছাড়া নারীর জন্য হজ্বের সফরে যাওয়াও নিষেধ। মামাতো বোনের স্বামী মাহরাম নয়। তাই প্রশ্নোক্ত মহিলা মামাতো বোন ও তার স্বামীর সাথে হজ্বে যেতে পারবে না। বরং স্বামী বা কোনো মাহরামের সাথেই যেতে হবে। হাদীস শরীফে এসেছে, ইবনে আববাস e থেকে বর্ণিত, নবী করীম c বলেছেন, কোনো মহিলা তার মাহরাম ব্যতিরেকে সফর করবে না এবং কোনো পুরুষ মাহরাম ছাড়া কোনো মহিলার নিকট যাবে না। অতপর এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল! আমি অমুক সৈন্যদলের সাথে জিহাদে যেতে চাই আর আমার স্ত্রী হজ্বে যেতে চায়। নবী করীম c বললেন, তুমিও তার সাথে হজ্বে যাও।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সহীহ বুখারী, খন্ড: , পৃষ্ঠা: ১৪৭
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ২৯৯
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৩৯৪
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৪৬৪
  • মুখতাসারুত তহাবী, পৃষ্ঠা: ৫৯
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৭৭
  • যুবদাতুল মানাসিক, পৃষ্ঠা: ৩২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৭ ফেব, ২১