গানের উৎপত্তি কোথেকে? তার হুকুম কি?

ইসলামী জিন্দেগীজায়েয-নাজায়েয২২ ফেব, ২১

প্রশ্ন

গান-বাজনা জায়িয না নাজায়িয? এসবগুলো কুরআন-হাদীসের আলোকে বিস্তারিত জানালে বেশ খুশী হব।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

গান-বাজনা সম্পূর্ণ নাজায়িয, হারাম ও নিষিদ্ধ। কেননা, গান দ্বারা অন্তরে নেফাক বৃদ্ধি পায় যেমন- পানি দ্বারা ফসল বৃদ্ধি পায়। তাছাড়া গানের দ্বারা অন্তরে যিনার চাহিদা সৃষ্টি হয় এবং মানুষ বিপথগামী হয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • দুররে মুখতার মাআশ্ শামী, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৯
  • তাফসীরে আহমদিয়্যাহ, পৃষ্ঠা: ৪০০
  • ইমদাদুল মুফতীন, পৃষ্ঠা: ১,০০৩
  • সূরা: লোকমান, আয়াত:

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১