খুৎবার পূর্বে বাংলায় ওয়ায করা ও খুৎবার তরজমা করা

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

খুৎবাতুল আহকামে খুৎবা পড়ার নিয়মের মধ্যে লিখা আছে, জুম‘আর খুৎবার পূর্বে খুৎবার বিষয়বস্তু স্থানীয় ভাষায়, যেমন বাংলায় তরজমা শুনানো বিদ‘আত। কিন্তু প্রায় সকল মসজিদেই জুম‘আর খুৎবার পূর্বে স্থানীয় ভাষার খুৎবার তরজমা শুনানো হয়। এটা কতটুকু শরী‘আত সম্মত জানতে চাই।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জুম‘আর দিন খুৎবার পূর্বে মিম্বর থেকে দূরে দাঁড়িয়ে বা চেয়ারে বসে কিছুক্ষণ দীনী আলোচনা করা এবং ওয়ায নসীহত করা চাই। অনেক সাহাবা e থেকে এর প্রমাণ মিলে। বিশেষ করে হযরত উমর ফারুক e এর যামানায় খুৎবার পূর্বে হযরত আবূ হুরাইরা e ও তামীমে দারী e মিম্বর থেকে দূরে সরে বয়ান করতেন। অতঃপর হযরত উমর e খুৎবা দেয়ার জন্য উপস্থিত হলে তারা বয়ান বন্ধ করে দিতেন। খুলাফায়ে রাশেদীন এর যুগে তাদের নির্দেশে হওয়ায় এটাকে বিদ‘আত বা নাজায়িয বলার অবকাশ নাই। তবে আরবীতে খুৎবা পড়ে খুৎবার সাথে সাথে বা খুৎবার শেষে তার তরজমা স্থানীয় ভাষায় করা এটা শরী‘আতে নিষেধ। আর এটাকেই খুৎবাতুল আহকামে বিদ‘আত বলা হয়েছে। খুৎবার পূর্বে ওয়ায করাকে বিদ‘আত বলা হয় নাই।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শামী, খন্ড: , পৃষ্ঠা: ৪৮৪
  • ইমদাদুল আহকাম, খন্ড: , পৃষ্ঠা: ৬৫৯
  • দারুল উলূম খুৎবাতুল আহকাম, পৃষ্ঠা:

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১