খুৎবা ছাড়া জুমার নামায আদায়

মাসিক আল কাউসারনামায২৬ ফেব, ২১

প্রশ্ন

আমাদের এলাকার খতীব খুতবা ছাড়াই জুমার নামায পড়িয়েছেন। জানতে চাই,এ জুমার নামায আদায় হয়েছে কি না এবং জুমার দিন খুতবা পড়ার কী হুকুম?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জুমার নামায সহীহ হওয়ার জন্য খুতবা অন্যতম শর্ত। খুতবা ব্যতীত জুমার নামায আদায় হয় না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে জুমার নামায আদায় হয়নি। সকলকে ঐ দিনের যোহরের নামায কাযা করে নিতে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৪৪৯
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২১৩
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৮২
  • মাজমাউল আনহুর, খন্ড: , পৃষ্ঠা: ২৫৫
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৬ ফেব, ২১