ক্রুশের চিহ্ন সম্বলিত ইউনিফর্ম করার হুকুম কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসজায়েয-নাজায়েয১১ মে, ২১

প্রশ্ন

আমি নটর ডেম কলেজের একজন ছাত্র। ঢাকাস্থ নটর ডেম কলেজ “হলিক্রস সন্ন্যাস সংঘ” নামক খ্রিষ্টান মিশনারি দ্বারা পরিচালিত।এই কলেজে এই বছর থেকে ইউনিফর্ম চালু করা হয়েছে।এই ইউনিফর্মের পকেটে কলেজের মনোগ্রাম দেয়া আছে। কলেজের মনোগ্রামে হলিক্রস সংঘের প্রতীক আছে। হলিক্রস সন্ন্যাস সংঘের প্রতীক হলো একটি ক্রুশের নিচে দু’টি নোঙর আঁকা। একজন মুসলিম হিসেবে আমার কি এ ইউনিফর্ম পরিধান করা ঠিক?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যদি সত্যিই নটরডেম কলেজের ইউনিফর্মের পকেটে ক্রুশ চিহ্ন অংকিত হয়ে থাকে, তাহলে কোন মুসলমানের জন্য উক্ত ইউনিফর্ম পরিধান করা জায়েজ নয়। কোন মুসলমানের জন্য বিধর্মীদের ধর্মীয় প্রতীক বা ধর্মীয় ইউনিফর্ম ব্যবহার সম্পূর্ণ হারাম। সেই হিসেবে খৃষ্টানদের ধর্মীয় প্রতীক যেহেতু ক্রুশ তাই। তাই ক্রুশ চিহ্নিত কোন পোশাক পরিধান করা মুসলমান সন্তানের জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাদের খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বিধর্মীদের ধর্মীয় প্রতীক ব্যাবহারের প্রতি হাদীসের মাঝে কঠোর হুশিয়ারী উচ্চারিত হয়েছে। যেমন- عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ • হযরত আব্দুল্লাহ বিন ওমর e থেকে বর্ণিত। রাসূল c ইরশাদ করেছেন-যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আবু দাউদ শরীফ, হাদীস নং: ৪,০৩৩
  • মুসনাদুল বাজ্জার, হাদীস নং: ২,৯৬৬
  • মুসনাদে আব্দুর রাজ্জাক, হাদীস নং: ২,০৯,০৮৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১১ মে, ২১