ক্রসব্রিডিং

মাসিক আল কাউসারজায়েয-নাজায়েয১৯ ফেব, ২১

প্রশ্ন

আমাদের দেশসহ বিভিন্ন দেশে এখন খামারগুলোতে ভেড়ার সাথে দুম্বা ও ছাগলের সাথে হরিণ দিয়ে ক্রসব্রিড করে অধিক মুনাফার আশায় নতুন নতুন জাতের ছাগল ও ভেড়ার জন্ম বিস্তার করছে। এই ধরনের প্রজনন শরীয়তসম্মত কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হাঁ, ভেড়ার সাথে দুম্বা এবং ছাগলের সাথে হরিণ কিংবা এজাতীয় কোনো হালাল প্রাণীর পরস্পর ক্রসব্রিড করে প্রাণী প্রজনন করা বৈধ। তবে শর্ত হল, হালাল প্রাণীর সাথে ক্রসব্রিড করতে হবে। কোনো হারাম প্রাণীর ডিম্বাণুর সংমিশ্রন করা যাবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • কিতাবুল আছল, খন্ড: , পৃষ্ঠা: ৪১১
  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৪৬৮
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৩০৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ ফেব, ২১