ক্যাসেটে তিলাওয়াত ও গান শোনার হুকুম

ইসলামী জিন্দেগীজায়েয-নাজায়েয২২ ফেব, ২১

প্রশ্ন

ক্যাসেটে কুরআন তিলাওয়াত শুনলে, সাওয়াব হবে কি-না ? এবং ক্যাসেটে ধারণকৃত গান শুনলে গুনাহ হবে কি-না ?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

টেপরেকর্ডারের আওয়াজ পাঠকের নিজস্ব আওয়াজ নয়। বরং প্রতিধ্বনির ন্যায় পাঠকের স্বরের নকল মাত্র। এজন্যই ধারণকৃত ক্যাসেটের তিলাওয়াত প্রকৃত তিলাওয়াত নয়।

সুতরাং টেপরেকর্ডারের সাহায্যে ক্যাসেটে বাজানো কুরআন তিলাওয়াত শুনলে, তাতে প্রকৃত তিলাওয়াত শুনার সাওয়াব হয় না। তবে তা শ্রবণ করা নাজায়িয নয়। কিরাআত সহীহ করার জন্য সহীহ ক্বারীদের তিলাওয়াত ক্যাসেটে শোনা যায়। পক্ষান্তরে গান-বাদ্য ইত্যাদি, যার আওয়াজ মানবাত্মাকে আল্লাহর স্মরণ থেকে অমনোযোগী করে দেয় এবং আল্লাহর স্মরণ বিস্মৃত মানুষের ঐ অন্তরে অভিশপ্ত শয়তান কুমন্ত্রণা দিতে প্রয়াস পায়। যে কারণে ইসলাম গানবাদ্যকে অবৈধ তথা হারাম ঘোষনা করেছে। আর গান-বাদ্য শ্রবণ অবৈধতায় সরাসরি কিংবা যন্ত্রের মাধ্যমে যেমন, গ্রামফোন, রেডিও, টিভি এবং ক্যাসেট ইত্যাদির মধ্যে শরী‘আত কোন পার্থক্য করেনি। গান গাওয়া এবং শ্রবণ করা সর্বাবস্থায়ই হারাম। কাজেই ক্যাসেটে ধারণকৃত তিলাওয়াত শ্রবণে সাওয়াব না হওয়ার উপর ধারণকৃত ক্যাসেটের গান-বাজনা শ্রবণে গুনাহ না হওয়ার যুক্তি প্রদর্শনের কোন অর্থই হতে পারে না। কারণ গানের অস্তিত্বই যে শরী‘আত অবৈধ ঘোষনা করেছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৮
  • ফাতাওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ৩৫১
  • আলাতে জাদীদাহ, পৃষ্ঠা: ৬,৩৪৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১