কোর্ট কাটিং বোরকা পরিধান করার হুকুম কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসজায়েয-নাজায়েয১৭ মে, ২১

প্রশ্ন

কোর্ট কাটিং আর কালো ছাড়া অন্য কোনো রঙের বোরকা পরা জায়েজ হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

এ বিষয়ে মূলনীতি হল, এমন বড় চাদর পরিধান করা, যার দ্বারা শরীরের আকৃতি প্রকাশিত না হয়, সেই সাথে পোশাকটি পরপুরুষকে আকৃষ্ট না করে। এ কারণে কালো বোরকা পরিধান করাই যৌক্তিক। কোর্ট কাটিং এর যে বোরকা বর্তমানে বের হয়েছে, এর দ্বারা মূলত বোরকা পরিধানের মূল মাকসাদ অর্জিত হয় না। শুধু জামা পরিধান করলে যেমন শারীরিক সৌন্দর্য প্রকাশিত হয়। সেই সাথে পরপুরুষরা আকৃষ্ট হয়, তেমনি এসব কোর্ট কাটিং বোরকা দ্বারাও শারীরিক সৌন্দর্য প্রকাশিত হয়ে থাকে, সেই সাথে জামার কাটিং ও ডিজাইন পরপুরুষকে আকৃষ্ট করে থাকে। তাই এসব বোরকা পরিধান করা যাবে না।

কালো ছাড়া অন্য রংয়ের বোরকা পরিধান করার বিধান হল, যদি এর দ্বারা পরপুরুষের দৃষ্টি থেকে নিজেকে সংরক্ষিত রাখা যায়। সেই সাথে পর্দাবৃত বলে বুঝা যায়, তাহলে অন্য রংয়ের বোরকা পরিধান করতে কোন সমস্যা নেই। তবে যদি আকর্ষণীয় রংয়ের হয়ে থাকে, যার দ্বারা মানুষকে তার প্রতি আগ্রহী করে তোলে, মানুষের চোখে আকর্ষনীয় করে তোলে তাহলে এমন রংয়ের বোরকা পরিধান করা যাবে না। আল্লামা আলুসী i তাফসীরে রূহুল মাআনীতে লিখেনঃ ثم اعلم أن عندي مما يلحق بالزينة المنهي عن إبدائها ما يلبسه أكثر مترفات النساء في زماننا فوق ثيابهن ويتسترن به إذا خرجن من بيوتهن وهو غطاء منسوج من حرير ذي عدة ألوان وفيه من النقوش الذهبية أو الفضية ما يبهر العيون، وأرى أن تمكين أزواجهن ونحوهم لهن من الخروج بذلك ومشيهن به بين الأجانب من قلة الغيرة وقد عمت البلوى بذلك، • জেনে রাখুন! আমাদের নিকট মহিলাদের যে সৌন্দর্য প্রকাশে নিষেধ করা হয়েছে তাতে বর্তমান জমানার মহিলাগণ বাড়ির বাইরে বের হওয়ার সময় যেসব রঙ্গিন রেশমী বোরকা পরিধান করে থাকে তাও শামিল। যাতে স্বর্ণ বা রোপার কারুকার্য করা থাকে। যা দেখে লোকেরা আকর্ষিত হয়ে থাকে। আর স্বামী বা অন্যান্য আত্মীয় স্বজন এসব পরিধান করে বাইরে বের হওয়ার অনুমতি প্রদান তাদের লজ্জাহীনতার পরিচায়ক ছাড়া কিছু নয়। -তাফসীরে রূহুল মাআনী, সূরা নূর, আয়াত নং-২৯-৩৩-১৮/১৬৪

মোটকথা হল, এমন বোরকা পরিধান করা জায়েজ নয় যা মানুষকে আকর্ষণ করে থাকে। এমন বোরকা পরিধান করবে যা আলাদাভাবে আকর্ষনীয় কিছু নয়। আর বর্তমানেতো এমন সব বোরকা পরিধানের রেওয়াজ হয়েছে, যা বৃদ্ধকেও আকর্ষণীয় বলে মনে হয়। এসব বোরকা পরিধান করা কিছুতেই জায়েজ হবে না।

মৌলিকভাবে পর্দা কেমন হওয়া উচিত? তা আমরা মহিলা সাহাবীগণের দিকে তাকলেই পরিস্কার বুঝতে পারবো। হাদীসে এসেছে- হযরত উম্মে সালামা e বলেন, যখন কুরআনে কারীমের এ আয়াত يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ তথা “তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয় (মাথার দিক থেকে)।” -সূরা আহযাব-৫৯ নাজিল হয়, তখন আনসারী মহিলারা স্বীয় ঘর থেকে এমনভাবে বের হতো যেন তাদের মাথায় কাক বসে আছে। -সুনানে আবু দাউদ, হাদীস নং-৪১০১

একদম বোরকা পরিধান না করার চেয়ে কোর্ট কাটিং পরিধান করা উত্তম। তবে এর দ্বারা সঠিক পর্দা অর্জিত হয় না। সঠিক পর্দার জন্য কালো বা অন্য যে কোন নর্মাল রংয়ের বোরকা যার দ্বারা মহিলদের শরীরের কোন অঙ্গই (চোখ ছাড়া) প্রকাশ না পায় সেসব বোরকার দ্বারা সঠিক পর্দা অর্জিত হয়। আল্লাহ তাআলা আমাদের দ্বীনকে সঠিকভাবে বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • الزواجر عن اقتراف الكبائر, পৃষ্ঠা: ২৫৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৭ মে, ২১