কোরবানির নিয়তে পশু ক্রয়ের পর তা বিক্রয় করা

মাসিক আল কাউসারকুরবানী ও আকিকা২৩ মার্চ, ২১

প্রশ্ন

আমি গত বছর একটি গাভী ক্রয় করি। এটাই আমার একমাত্র সম্পদ। গাভীটি ক্রয় করার কয়েক দিন পর আমি নিয়ত করি যে, কিছু দিন আমি দুধপান করার পর কুরবানী করে দিব।

জানার বিষয় হল, গাভীটি কুরবানী করা কি আমার জন্য জরুরি হয়ে গেছে? না প্রয়োজনের সময় তা বিক্রি করতে পারব?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত বর্ণনা অনুযায়ী আপনি চাইলে ঐ গরুটি বিক্রি করতে পারবেন। কোনো পশু ক্রয় করার পর এভাবে নিয়ত করলে তা কুরবানী করা জরুরি হয়ে যায় না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৯১
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ১৯৩
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৬
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৩২১
  • ফাতাওয়া সিরাজিয়া, পৃষ্ঠা: ৮৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ মার্চ, ২১