কোরআন মজীদের উপর হাত রেখে কসম করা

মাসিক আল কাউসারকসম-মান্নত২৪ মার্চ, ২১

প্রশ্ন

যদি কোনো ব্যক্তি কুরআন মজীদের উপর হাত রেখে কোনো কাজ করার কসম করে তাহলে কি কসম হয়ে যাবে? ঐ কাজ না করতে পারলে কি কাফফারা দিতে হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কুরআন মজীদের উপর হাত রেখে কসম করলে কসম হয়ে যায়। যে বিষয়ের কসম করা হয়েছে তা শরীয়তের দৃষ্টিতে বৈধ হলে কৃত কসম পূরণ করা জরুরি। কসম ভঙ্গ করলে কাফফারা দিতে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মুসান্নাফ ইবনে আবী শায়বা, খন্ড: , পৃষ্ঠা: ৫৩৭
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫৩
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৭১২
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৩৫৬
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৮৬
  • আননাহরুল ফায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৫৫
  • তাকরীরাতুর রাফেয়ী, পৃষ্ঠা: ১৩
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা:
  • হেদায়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৭৯
  • মাবসূত সারাখসী, খন্ড: , পৃষ্ঠা: ১৩২
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৬৮
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১২৭
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৭২৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ মার্চ, ২১