কোন বিধর্মীর মৃত্যু সংবাদ শুনে ইন্নালিল্লাহ পড়া যাবে কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসমৃত্যু ও আনুষঙ্গিক১৩ এপ্রিল, ২৩

প্রশ্ন

আমরাতো মুসলমান কেউ মারা গেলে ইন্নালিল্লাহ পড়ে থাকি। এখন প্রশ্ন হল কোন হিন্দু বা অন্য কোন ধর্মের অনুসারী মারা যাবার কথা শুনে ইন্নালিল্লাহ পড়া যাবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আপনি ইন্নালিল্লাহ শব্দটির অর্থের দিকে খেয়াল করলেই এর হুকুমটি বুঝে যাবেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন এর মানে হল, “নিশ্চয় আমরা আল্লাহর জন্য আর আমরা আল্লাহ তাআলার দিকেই ফিরে যাবো”। এবার বলুন, এ শব্দ বলাতে হিন্দু মুসলিম কোন পার্থক্য করার প্রয়োজন রয়েছে? এটিতো আমরা নিজেকে প্রবোধ দিচ্ছি, নিজেকে মৃত্যুর কথা স্বরণ করিয়ে দিচ্ছি। এতে হিন্দু মুসলিম কোন ব্যাবধান নেই। তাই এটি অমুসলিম মারা গেলেও বলতে সমস্যা নেই।

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৩ এপ্রিল, ২৩