কোন বিধর্মীকে সালাম দেয়ার হুকুম কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসজায়েয-নাজায়েয৪ এপ্রিল, ২৩

প্রশ্ন

কোন বিধর্মীকে সালাম দেয়ার হুকুম কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কোন গায়রে মুসলিমকে সালাম দেয়া জায়েজ নয়। তবে তারা যদি সালাম দিয়ে দেয়। তাহলে জবাবে বলবে ওয়াআলাইকুম।

عن انس رضى الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اذا سلم عليكم أهل الكتاب فقولوا: وعليكم (متفق عليه)

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৪ এপ্রিল, ২৩