কোন আমল করলে হজের সাওয়াব পাওয়া যায়

ফতোয়া আর্কাইভহজ্জ২৯ মে, ২২

প্রশ্ন

কি কি আমল করলে হজের মত সাওয়াব পাওয়া যায়

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

১. ফজরের নামাযের পর সূযোর্দয় পর্যন্ত মসজিদে বসে যিকির করতে থাকা, এরপর দুই রাকাত নামায পড়া। আবু উমামা থেকে বর্ণিত, নবীজী c ইরশাদ করেন

مَنْ صَلّى صَلَاةَ الْغَدَاةِ فِي جَمَاعَةٍ، ثُمَّ جَلَسَ يَذْكُرُ اللهَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، ثُمَّ قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ، انْقَلَبَ بِأَجْرِ حَجّةٍ وَعُمْرَةٍ.

যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামায আদায় করল, তারপর সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে আল্লাহর জিকির করল, এরপর দুই রাকাত নামায আদায় করল, সে ব্যক্তি হজ্ব ও ওমরার সওয়াব নিয়ে ফিরল।

মুজামে কাবীর, তবারানী, হাদীস ৭৭৪১

২. ফরয নামাযের জন্য মসজিদের উদ্দেশে বের হওয়া। আবু উমামা বর্ণনা করেন, নবী কারীম c বলেছেন

مَنْ خَرَجَ مِنْ بَيْتِهِ مُتَطَهِّرًا إِلَى صَلَاةٍ مَكْتُوبَةٍ فَأَجْرُهُ كَأَجْرِ الْحَاجِّ الْمُحْرِمِ، وَمَنْ خَرَجَ إِلَى تَسْبِيحِ الضُّحَى لَا يَنْصِبُهُ إِلَّا إِيَّاهُ فَأَجْرُهُ كَأَجْرِ الْمُعْتَمِرِ.

যে ব্যক্তি অজু করে ফরয নামাযের উদ্দেশ্যে নিজের ঘর থেকে বের হয় সে হজ্ব আদায়কারীর মত সওয়াব লাভ করে। আর যে ব্যক্তি শুধু পূর্বাহ্নের নামায (চাশতের নামায) আদায়ের উদ্দেশ্যে কষ্ট করে মসজিদে যায়, সে ওমরা আদায়কারীর মত সওয়াব লাভ করে।

সুনানে আবু দাউদ, হাদীস ৫৫৮; মুসনাদে আহমাদ, হাদীস ২২৩০৪

৩. দ্বীন শেখা বা শেখানোর লক্ষ্যে মসজিদে গমন করা। আবু উমামা থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন

مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا أَنْ يَتَعَلَّمَ خَيْرًا أَوْ يعلمهُ، كَانَ لَهُ كَأَجْرِ حَاجٍّ تَامّا حجّتُهُ

যে ব্যক্তি মসজিদে গেল কোনো ভালো কথা শেখা বা শেখানোর উদ্দেশ্যে, সে পরিপূর্ণরূপে হজ্ব আদায়কারীর ন্যায় সওয়াব লাভ করবে।

মুজামে কাবীর, তবারানী, হাদীস ৭৪৭৩

৪. তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টির সাথে পিতা-মাতার খেদমত করা। আনাস e বলেন, এক ব্যক্তি নবী কারীম c ের খেদমতে এসে বলল, আমার জিহাদ করতে খুব আগ্রহ, কিন্তু সামর্থ্য নেই। নবী কারীম c বললেন, তোমার মা-বাবা দুইজনের কেউ জীবিত আছেন কি? বলল, আমার মা জীবিত আছেন। নবীজী c বললেন

فَأَبْلِ اللهَ فِي بِرِّهَا، فَإنَّكَ إِذَا فَعَلْتَ ذَلِكَ فَأَنْتَ حَاجّ وَمُعْتَمِرٌ وَمُجَاهِدٌ، إِذَا رَضِيَتْ عَنْكَ أُمُّكَ، فَاتّقِ اللهَ وَبِرّهَا

তাহলে মায়ের সেবা করে আল্লাহর সাথে সুন্দর সম্পর্ক স্থাপন কর। এটা যদি করতে পার এবং তোমার মা সন্তুষ্ট থাকেন তবে তুমি হজ্ব, ওমরাহ ও জিহাদের সওয়াব পেয়ে যাবে। সুতরাং আল্লাহকে ভয় কর এবং মায়ের সেবা কর।

মুসনাদে আবু ইয়ালা, হাদীস ২৭৬০; মুজামে আওসাত, তবরানী, হাদীস ২৯১৫

আল্লাহ তায়ালা আমাদেরকে উপরোক্ত আমলগুলো করার তাওফিক দান করুন। আমিন

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৯ মে, ২২