কেয়ামতের দিন যিনি সর্বপ্রথম কবর থেকে উঠবেন

মাসিক আল কাউসারসিরাত ও ইতিহাস৫ এপ্রিল, ২১

প্রশ্ন

জনৈক বক্তা রাসূলে কারীম c -এর মর্যাদার বর্ণনা দিতে গিয়ে বলেন, হাদীসে আছে ‘হাশরের দিন সর্বপ্রথম আমাদের প্রিয় নবী c কবর থেকে উঠবেন।’ উক্ত কথাটি কি হাদীসে আছে? থাকলে সেই হাদীসটি উদ্ধৃতিসহ জানিয়ে কৃতজ্ঞ করবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, কথাটি হাদীসে আছে। হযরত আবু হুরায়রা e -এর সূত্রে বর্ণিত এক হাদীসে রাসূলুল্লাহ c ইরশাদ করেন, ‘কেয়ামতের দিন আমি হব সকল আদম-সন্তানের সরদার এবং আমিই প্রথম কবর থেকে উঠব। আল্লাহর নিকট আমিই প্রথম সুপারিশ করব এবং আমার সুপারিশই প্রথম কবুল হবে।’

- والله اعلم باالصواب -

সূত্র

  • সহীহ মুসলিম, হাদীস নং: ২,২৭৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১