কুড়িয়ে পাওয়া বস্তু

ইসলামী জিন্দেগীবিবিধ৪ ফেব, ২১

প্রশ্ন

কয়েক মাস আগে আমাদের University এর Tour এ খুলনায় যাই। সেখানে Field Trip  এ মাঠে ৫০০/- কুড়িয়ে পাই। পরে স্যারকে বিষয়টি জানাই এবং বাসেও সবাইকে বলি এবং Facebook  এ ও Post  দেই কিন্তু টাকার মালিক পাই নাই। আমি ময়মনসিংহ থাকি। কী করব?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

উক্ত টাকার ক্ষেত্রে আপনার জন্য করণীয় হলো আপনি টাকাটা তার মালিকের পক্ষ হয়ে কোন দরিদ্র লোককে ছদকা করে দিবেন। আর যদি পরবর্তিতে কখনো টাকার মলিক পাওয়া যায় তাহলে তাকে ছদক্বার বিষয়টি জানাতে হবে। যদি এতে সে সন্তুষ্ট থাকে তাহলে আপনি দায়িত্ব মুক্ত হয়ে যাবেন। আর যদি ছদকার ব্যাপারে তার আপত্তি থাকে তাহলে এর সমপরিমান টাকা আপনি তাকে দিয়ে দিবেন এবং পুর্বে-কৃত ছদকা আপনার পক্ষ থেকে হবে এবং এর সাওয়াবের অধিকারীও আপনি হবেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ২৭৮
  • আল- লুবাব ফী শারহিল কিতাব, খন্ড: , পৃষ্ঠা: ২০৮
  • ফাতওয়ায়ে দারুল উলুম দেওবন্দ, খন্ড: ১২, পৃষ্ঠা: ৪৫৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৪ ফেব, ২১