কুরবানীর প্রথম দিন কুরবানী দেওয়া

মাসিক আল কাউসারকুরবানী ও আকিকা৫ এপ্রিল, ২১

প্রশ্ন

আমি গতবার কুরবানীর প্রথম দিন কুরবানী না করে দ্বিতীয় দিন কুরবানী করতে চেয়েছিলাম। কিন্তু আমার এক বন্ধু বলল, প্রথম দিনই কুরবানী করা উত্তম। তার কথা কি ঠিক?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, কোনো ওজর না থাকলে প্রথম দিনই কুরবানী করা উত্তম। খলীফাতুল মুসলিমীন হযরত আলী e বলেন, কুরবানী করার সময় তিনদিন। এর মধ্যে প্রথম দিন কুরবানী করা উত্তম।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মুসনাদে আহমদ, খন্ড: , পৃষ্ঠা: ৩৫০
  • আলমুহাল্লা, খন্ড: , পৃষ্ঠা: ৪০
  • শরহু মুখতাসারিত তহাবী, খন্ড: , পৃষ্ঠা: ৩৩১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১