কুরবানীর পশুর সাথে কিংবা সতন্ত্রভাবে আকীকা

ইসলামী জিন্দেগীকুরবানী ও আকিকা২৩ ফেব, ২১

প্রশ্ন

কুবরবানীর গরুর সাথে অথবা পৃথক ভাবে কুরবানীর দিনে ছাগল দিয়ে আকীকা দেওয়া জায়িয আছে কি?

কুরবানীর সাথে আকীকা দিলে ছেলেদের জন্য দুই ভাগ এবং মেয়েদের জন্য এক ভাগ। আর আকীকা ছাগল দিয়ে দিলে ছেলেদের জন্য দুইটি এবং মেয়েদের জন্য একটি ছাগল দিলে আকীকা আদায় হয়ে যায়। এখন প্রশ্ন হল, কিছু দিন আগে এক হুযুর বললেন যে, কুববানীর গরুর সাথে আকীকা দিলে ছেলেদের বেলায়ও এক ভাগেই আকীকা আদায় হয়ে যাবে। আর ছাগল দিয়ে আকীকা দিলে দু’টি ছাগলই লাগবে। উক্ত বক্তব্যের প্রেক্ষিতে সঠিক উত্তর জানতে ইচ্ছুক।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ছাগল দ্বারা আকীকা করার ক্ষেত্রে সম্ভব হলে ছেলের জন্য দু’টি আর মেয়ের জন্য একটি যবেহ করা ভাল। আর কুরবানীর গরুর সাথে শরীক হওয়ার ক্ষেত্রে ছেলের পক্ষ থেকে একটি বকরী দ্বারা আকীকা করে অথবা কুরবানীর গরুর সাথে এক অংশে ছেলের আকীকার জন্য শরীক হয় তাও জায়িয আছে।

সুতরাং প্রশ্নে বর্ণিত আলেমের উক্তিটি আংশিক ভাবে সঠিক হলেও পূর্ণভাবে সঠিক বলা যায় না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৯৪
  • বেহেশতী যেওর, খন্ড: , পৃষ্ঠা: ৪২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১