কুরবানীর পশুর বয়সসীমা

ফতোয়া আর্কাইভকুরবানী ও আকিকা২৩ জুন, ২৩

প্রশ্ন

কুরবানীর পশুর বয়স কত হবে

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

উট কমপক্ষে ৫ বছরের হতে হবে। গরু ও মহিষ কমপক্ষে ২ বছরের হতে হবে। আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে ১ বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি ১ বছরের কিছু কমও হয়, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে, দেখতে ১ বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কুরবানী করা জায়েয। অবশ্য এক্ষেত্রে কমপক্ষে ৬ মাস বয়সের হতে হবে।

উল্লেখ্য, ছাগলের বয়স ১ বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কুরবানী জায়েয হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • বাদায়েউস সানায়ে , খন্ড: , পৃষ্ঠা: ২০৫
  • ফাতওয়ায়ে কাযীখান, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ জুন, ২৩