কুরবানীর চামড়া গরীবদের দেয়া উত্তম নাকি মাদরাসার গরীব ছাত্রদের দেয়া উত্তম

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসকুরবানী ও আকিকা২২ এপ্রিল, ২২

প্রশ্ন

কোরবানির চামড়ার টাকা গরিব দের না মাদরাসায় দেওয়া উত্তম?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মূলত কুরবানীর চামড়া ইচ্ছে করলে নিজেও ব্যবহার করতে পারবে। তবে যদি বিক্রি করে দেয়, তাহলে সেটি গরীবদের মাঝে দান করে দেয়া আবশ্যক। চামড়া বিক্রি করা টাকা নিজে রাখা জায়েজ নয়। আবার হুবহু চামড়াও দান করে দেয়া যায়। এক্ষেত্রে হুকুম হল গরীবদের দান করে দেয়া। এটিই মৌলিক বিধান। এটি সাধারণ গরীবদেরও দেয়া যায়, আবার মাদরাসার গরীব ছাত্রদের জন্যও দান করা যায়। যেসব মাদরাসায় গরীব ছাত্ররা পড়াশোনা করে থাকে, সেসব মাদরাসায় কুরবানীর চামড়া দেয়া উত্তম। কারণ এতে করে দু’টি সওয়াব হবে ইনশাআল্লাহ। একটি হল, দান করার সওয়াব। দ্বিতীয় হল দ্বীনে ইলম শিখায় সহযোগিতা করা হচ্ছে। তাই যেসম মাদরাসায় এতিম বা লিল্লাহ ফান্ড রয়েছে সেসব মাদরাসার গুরাবা ফান্ডে চামড়া দান করা উত্তম। তবে এর মানে এই নয় যে, শুধু মাদরাসায়ই দিতে হবে। বরং যেকোন গরীবদের দান করলেই দানটি আদায় হয়ে যাবে। (وَيَتَصَدَّقُ بِجِلْدِهَا أَوْ يَعْمَلُ مِنْهُ نَحْوَ غِرْبَالٍ وَجِرَابٍ) وَقِرْبَةٍ وَسُفْرَةٍ وَدَلْوٍ (أَوْ يُبَدِّلَهُ بِمَا يَنْتَفِعُ بِهِ بَاقِيًا) كَمَا مَرَّ (لَا بِمُسْتَهْلَكٍ كَخَلٍّ وَلَحْمٍ وَنَحْوِهِ) كَدَرَاهِمَ (فَإِنْ) (بِيعَ اللَّحْمُ أَوْ الْجِلْدُ بِهِ) أَيْ بِمُسْتَهْلَكٍ (أَوْ بِدَرَاهِمَ) (تَصَدَّقَ بِثَمَنِهِ) (رد المحتار، كتاب الأضحية-6/328)

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ এপ্রিল, ২২