কুরবানীর ঈদের দিন রোযা রাখার হুকুম কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসকুরবানী ও আকিকা২৩ এপ্রিল, ২২

প্রশ্ন

আমি কিছু দিন পূর্বে শুনলাম ঈদ-উল-আযহার দিন রোযা রাখার ব্যাপারে। আমি জানতে চাই এটা কাদের আক্বিদা এবং এর বিপরীতে কি প্রমাণ দেয়া যেতে পারে। তাদের বুঝানোর উদ্দেশ্যে?.আল্লাহুম্মা খায়ের।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

এটি মুসলমানদের আকিদা হতে পারে না। কারণ হাদীসে পরিস্কার ভাষায় ঈদের দিন রোযা রাখতে নিষেধ করা হয়েছে। দুই ঈদের দিন রোযা রাখা হারাম। বাকি কুরবানীর আগ পর্যন্ত কোন কিছু না খেয়ে কুরবানীর গোস্ত দিয়ে পানাহার করতে উৎসাহিত করা হয়েছে। হয়তো এটিকেই কেউ কেউ রোযা বলে প্রচার করছেন। জামে তিরমিযী ১/১২০, শরহুল মুনয়া ৫৬৬, আদ্দুররুল মুখতার ২/১৭৬, আলবাহরুর রায়েক ২/১৬৩ عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَوْمِ يَوْمِ الفِطْرِ وَالنَّحْرِ، হযরত আবু সাঈদ e থেকে বর্ণিত। রাসূল c রোযার ঈদ ও কুরবানীর ঈদের দিন রোযা রাখতে নিষেধ করেছেন। -সহীহ বুখারী, হাদীস নং-১৯৯২, ১৮৯০

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ এপ্রিল, ২২