কুরবানীতে শরীক ব্যক্তির নিয়ত খারাপ থাকলে বাকিদের কুরবানী হবে কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসকুরবানী ও আকিকা১১ মে, ২১

প্রশ্ন

৫জন মিলে কুরবানী দেয়া হচ্ছে। এর মাঝে দুইজনের নিয়ত শুধু গোস্ত খাওয়া। কুরবানী দেয়া ইবাদত এমন মনে কর কুরবানী দিচ্ছে না। তাহলে বাকিদের কুরবানীর হুকুম কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কুরবানী শরীকদার দ্বীনদার ও আল্লাহর জন্যই কুরবানী দিচ্ছে এমন ব্যক্তি হওয়া আবশ্যক। যদি একজন শরীকের নিয়তও খারাপ থাকে, তাহলে সকল শরীকের কুরবানী বাতিল বলে সাব্যস্ত হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ৪৭২
  • ফাতওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৪৭২
  • ফাতওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৫৪
  • মিনহাতুল খালেক আলাল বাহরির রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৩২৫
  • খানিয়া আলা হামিশিল হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৯
  • ফাতওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ৪০৪
  • ফাতওয়া আল ওয়াল ওয়ালিজিয়্যাহ, খন্ড: , পৃষ্ঠা: ৭৫
  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৪৮৪
  • খুলাসাতুল ফাতওয়া, পৃষ্ঠা: ৪১৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১১ মে, ২১