কুরবানী জন্তুর মূল্য দান করা

ইসলামী জিন্দেগীকুরবানী ও আকিকা২২ ফেব, ২১

প্রশ্ন

কোন নেসাবের মালিক তার কুরবানীর জন্তু যবেহ না করে তার মূল্য দান করে দিলে কুরবানী আদায় হবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কোন নেসাবের মালিক যদি কুরবানীর জন্তু যবেহ না করে গরীব মিসকীনদেরকে দান করে দেয়, তাহলে তার কুরবানী আদায় হবেনা।বরং কুরবানী না করলে ওয়াজীব তার যিম্মায় থেকে যাবে। অবশ্য কেউ যদি কোন মারাত্নক উযরের কারনে বা মাস’আলা না জানার কারনে কুরবানীর তিন দিনে কুরবানী না করে থাকে তাহলে তার জন্য কুরবানীর জানোয়ারের টাকা গরীব-মিসকীনদের দান করে দেয়া ওয়াজীব।

- والله اعلم باالصواب -

সূত্র

  • হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৪৭
  • ফাতাওয়ায়ে শামী, খন্ড: , পৃষ্ঠা: ২২৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১