কুরবানী কখন কার উপর ওয়াজিব হয়

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসকুরবানী ও আকিকা১৫ এপ্রিল, ২৩

প্রশ্ন

আমি আল নোমান।কিশোরগঞ্জ থেকে।কোরবানী কখন ওয়াজিব হয় বিস্তারিত জানালেp উপকৃত হতাম।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কুরবানীর দিন সমূহে তথা ১০,১১ এবং ১৩ তারিখের মাঝে যে মুসলিম মুকিম ব্যক্তির কাছে সাড়ে নিত্য প্রয়োজন অতিরিক্ত সম্পদ থাকে, যার মূল্য সাড়ে বায়ান্ন তোলার রূপার সমমূল্য হয়, তার উপর কুরবানী করা আবশ্যক। কুরবানী করা আবশ্যক হবার জন্য এক বছর পর্যন্ত উক্ত সম্পদের মালিক হওয়া জরুরী নয়। বরং উক্ত কুরবানীর দিনসমূহে উক্ত পরিমাণ সম্পদের মালিক হলেই তার উপর কুরবানী করা আবশ্যক হয়ে যায়।

فى البحر الرائق- وَلَهَا شَرَائِطُ وُجُوبٍ وَشَرَائِطُ أَدَاءٍ وَصِفَةٍ فَالْأَوَّلُ كَوْنُهُ مُقِيمًا مُوسِرًا مِنْ أَهْلِ الْأَمْصَارِ وَالْقُرَى وَالْبَوَادِي وَالْإِسْلَامُ شَرْطٌ، وَأَمَّا الْبُلُوغُ وَالْعَقْلُ فَلَيْسَا بِشَرْطٍ حَتَّى لَوْ كَانَ لِلصَّغِيرِ وَالْمَجْنُونِ مَالٌ فَإِنَّهُ يُضَحِّي عَنْهُ أَبُوهُ وَأَمَّا شَرَائِطُ أَدَائِهَا فَمِنْهَا الْوَقْتُ فِي حَقِّ الْمِصْرِيِّ بَعْدَ صَلَاةِ الْإِمَامِ وَالْمُعْتَبَرُ مَكَانُ الْأُضْحِيَّةِ لَا مَكَانُ الْمُضَحِّي وَسَبَبُهَا طُلُوعُ فَجْرِ يَوْمِ النَّحْرِ وَرُكْنُهَا ذَبْحُ مَا يَجُوزُ ذَبْحُهُ (البحر الرائق-8/317) প্রামান্য গ্রন্থাবলী: আলবাহরুর রায়েক-৮/৩১৭ ফাতাওয়া আলমগীরী-৩/৩৪৪ হেদায়া-৪/৪২৭ বাদায়েউস সানায়ে-৪/১৯২ খুলাসাতাতুল ফাতওয়া-৩/৩০৯ আন নাহরুল ফায়েক-৮/৩১৭

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৫ এপ্রিল, ২৩