কুরআন মজীদকে চুমু খাওয়া

মাসিক আল কাউসারবিবিধ৫ এপ্রিল, ২১

প্রশ্ন

আমরা কুরআন মজীদ তিলাওয়াত করে রাখার সময় তা চুমু দিয়ে থাকি। একজন বলল, এভাবে চুমু দেওয়া ঠিক নয়। জানতে চাই, কুরআন মজীদকে চুমু দেওয়া জায়েয কি না? আমরা আল্লাহ তাআলার কালামের প্রতি শ্রদ্ধা নিবেদনের বহিঃপ্রকাশ হিসেবে চুমু দিয়ে থাকি।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, কুরআন মজীদ চুমু খাওয়া জায়েয। এতে আল্লাহ তাআলার কালামের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা প্রকাশ পায়। প্রশ্নোক্ত ব্যক্তির কথা ঠিক নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৮৪
  • আততিবয়ান ফী আদাবি হামালাতিল কুরআন,, পৃষ্ঠা: ২১২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১