কিরা‘আতের কিছু অংশ ছেড়ে দিলে

ইসলামী জিন্দেগীনামায১৬ ফেব, ২১

প্রশ্ন

কোন এক ইমাম সাহেব ফরজ নামাযে কিরা‘আত পড়ার সময় সূরা তাওবার ১০৭, ১০৮ ও ১০৯ আয়াত ঠিক পড়েছেন কিন্তু ১১০ আয়াতের إِلَّا أَنْ تَقَطَّعَ قُلُوبُهُمْ শব্দটি ভুল ক্রমে ছুটে গিয়েছে। এমতাবস্থায় নামায শুদ্ধ হয়েছে কি ? নাকি নামায দুহরিয়ে পড়তে হবে।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

সূরা তাওবার ১১০ আয়াতটি পূর্বের আয়াতের সাথে সম্পৃক্ত إِلَّا أَنْ تَقَطَّعَ قُلُوبُهُمْ বাদ পড়াতে নামায ফাসিদ হওয়ার মত কোন পরিবর্তন আসেনি। কেননা, ভুলের দরুন অর্থের মধ্যে যদি এমন পরিবর্তন না হয়, যা বিশ্বাস করা কুফরী, তাহলে নামায ফাসিদ হবে না।

সুতরাং, উল্লেখিত সুরতে উক্ত আয়াতের অংশ বাদ পড়াতে নামায ফাসিদ হয়নি। তাই নামায দোহরিয়ে পড়ার দরকার নেই।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ইমদাদুল মুফতীন, খন্ড: , পৃষ্ঠা: ৩৫০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৬ ফেব, ২১