কালেকশন করে কমিশন গ্রহণ করা

ফতোয়া আর্কাইভজায়েয-নাজায়েয১৮ ডিসেম্বর, ২৩

প্রশ্ন

মাদ্রাসার পক্ষ থেকে চাদা কালেকশন করে সেখান থেকে শতকরা হারে কমিশন গ্রহণ করার বিধান কি। কালেকশনকারী ব্যক্তি মাদ্রাসার বেতনভুক্ত শিক্ষক বা কর্মচারী হলে তিনি কি শতকরা হারে কমিশন নিতে পারবেন?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মাদ্রাসার পক্ষ থেকে চাদা কালেকশন করে সেখান থেকে শতকরা হারে কমিশন গ্রহণ করা জায়েজ নয়। কালেকশনকারী ব্যক্তি মাদ্রাসার বেতনভুক্ত শিক্ষক বা কর্মচারী হলেও তিনি শতকরা হারে কমিশন নিতে পারবেন না।

وشرطھا کون الأجرة والمنفعة معلومتین؛ لأن جھالتھما تفضي إلی المنازعة (الدر المختار مع رد المحتار،کتاب الإجارة، ۹:۷، ط: مکتبة زکریا دیوبند)،

https://darulifta-deoband.com/home/ur/halal-haram/177230

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৮ ডিসেম্বর, ২৩