কারো আনলিমিটেড নেট লাইন হ্যাক করে ব্যবহার করা জায়েজ হবে কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসজায়েয-নাজায়েয১৭ মে, ২১

প্রশ্ন

যদি আমি আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ আছে এমন কারো মডেম আইডি ও পাসওয়ার্ড হ্যাক করে ফ্রি নেট চালাই তাহলে তা ঠিক হবে কি? আনলিমিটেড প্যাকেজের জন্য প্রতি মাসে নির্দিষ্ট টাকা দিতে হয়। আমি ইউজ করলে যে টাকা আসবে না করলেও সে টাকাই আসবে। এখন তাকে না জানিয়ে ইউজ করা কি জায়েয হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

না, জায়েজ হবে না। কারো মালিকানাধীন বস্তু তার অনুমতি ছাড়া ব্যবহার করা জায়েজ নয়।

لَا يَحِلُّ مَالُ امْرِئٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ • কারো সম্পদ তার অনুমতি ছাড়া কারো জন্য জায়েজ হয় না। -মুসনাদে আহমাদ, হাদীস নং-২০৬৯৫; সুনানে দারামী, হাদীস নং-২৮৮৬

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৭ মে, ২১