কাযা নামাযের ফিদিয়া দেওয়ার নিয়ম

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

এখন থেকে ৪০ বৎসর পূর্বে এক ব্যক্তি অসুস্থতার কারণে প্রায় ২/৩ মাস পর্যন্ত নামায রোযা আদায় করতে পারেনি। এখন ঐ নামায রোযা আদায় করার মত শক্তিও তার নেই। ঐ রোযা ও নামাযের জন্য তার কি করতে হবে? যদি ফিদিয়া দিতে হয়, তা কিভাবে দিবে? ৪০ বৎসর পূর্বে যে রকম মাল-জিনিসের মূল্য ছিল এখন অনেক বেড়েছে, এ অবস্থায় এখন তা কিভাবে আদায় করবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

এমতাবস্থায় তার প্রতি শরী‘আতের বিধান হল, যদি সে দাড়িয়ে বা বসে অথবা ইশারার মাধ্যমে নামায আদায় করতে সক্ষম হয়, তাহলে বিগত দিনের নামায কাযা আদায় করে নিবে। এমতাবস্থায় শুধু ফিদিয়া আদায় করে দায়িত্বমুক্ত হতে পারবে না। তবে যদি উল্লেখিত কোন অবস্থায়ই মৃত্যু পর্যন্ত আর নামায আদায়ে সক্ষম না হয়, তাহলে ফিদিয়া আদায় করবে। তেমনিভাবে রোযার হুকুম।

নামাযের ফিদিয়ার নিয়ম হচ্ছে-প্রতিদিন ছয় ওয়াক্ত নামাযের হিসাবে প্রতি ওয়াক্ত নামাযের ফিদিয়া “পৌনে দুই সের গম বা তার বর্তমান বাজার মূল্য” আদায় করে দেয়া। আর একটি রোযার ফিদিয়া এক ওয়াক্ত নামাযের ফিদিয়ার সমপরিমাণ। টাকায় পরিশোধ করতে চাইলে বর্তমান মূল্য দ্বারা পরিশোধ করবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ২০৭
  • আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ১২৫
  • হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ২২২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১