কাযা নামায পড়ার সময়

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

কাযা নামায জামা‘আতের আগে পড়তে হবে না জামা‘আতের পরে পড়লেও চলবে, বিস্তারিত জানতে চাই।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কোন ব্যক্তির যিম্মায় যদি পাঁচ ওয়াক্ত অথবা এর চাইতে কম নামায কাযা থাকে তাহলে সে সাহেবে তারতীবের অন্তর্ভুক্ত। এমতাবস্থায় ঐ ব্যক্তির জন্য জরুরী হবে প্রথমে কাযা নামায গুলো পড়ে নেওয়া। তারপরে ওয়াক্তিয়া নামায পড়া। যদিও এর কারণে জামা‘আত ছুটে যায়। আর যদি ছয় বা ততোধিক ওয়াক্তের নামায কাযা থাকে, তাহলে জামা‘আতের সাথে নামায আদায় করার পরেও কাযা নামায পড়লে কোন অসুবিধা নেই। যদি তা মাকরূহ সময়ে না হয়ে থাকে। তেমনি ভাবে কেউ যদি কাযা নামাযের কথা ভুলে জামা‘আতের সাথে শরীক হয়ে যায় এবং জামা‘আত শেষ হওয়ার পর কাযা নামাযের কথা স্মরণ হয়, তাহলে সে ক্ষেত্রেও জামা‘আতের পরে কাযা নামায পড়তে পারবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আদদুরদুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৬৮
  • শরহে বেকায়া, খন্ড: , পৃষ্ঠা: ১৮২
  • আল বাহরুর রায়িক, খন্ড: , পৃষ্ঠা: ৮২
  • বেনায়া, পৃষ্ঠা: ৭০৬
  • ফাতাওয়া দারুল উলুম, খন্ড: , পৃষ্ঠা: ৩৩১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১