কাজের লোক কাজ করতে গিয়ে আসবাব ভেঙ্গে ফেললে জরিমানা আদায়

মাসিক আল কাউসারবিবিধ৫ এপ্রিল, ২১

প্রশ্ন

আমাদের বাসায় কাজের লোক কাজ করতে গিয়ে মাঝেমধ্যে কাঁচের গ্লাস, কাপ ইত্যাদি ভেঙ্গে ফেলে। এ কারণে তাদের উপর ক্ষতিপূরণ আরোপ করা যাবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কাজের লোক ইচ্ছাকৃতভাবে কোনো বস্ত্ত নষ্ট করলে কিংবা তার কোনো ত্রুটির কারণে নষ্ট হলে ক্ষতিপূরণ নেওয়া বৈধ। কিন্তু নষ্ট হওয়ার পিছনে যদি তার ত্রুটি না থাকে তবে ক্ষতিপূরণ নেওয়া জায়েয হবে না। বিখ্যাত তাবেয়ী মুহাম্মাদ ইবনে সিরীন i শ্রমিকের উপর ঐ সময় ক্ষতিপূরণ আরোপ করতেন যখন শ্রমিকের ত্রুটি প্রমাণিত হত।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শরহুল মাজাল্লাহ, খন্ড: , পৃষ্ঠা: ৬০১
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৭০
  • মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং: ২০,৮৬৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১