কাউকে দেখতে গেলে তালাক হবার শর্তারোপ করার পর দেখতে গেল কিন্তু উক্ত ব্যক্তির সাথে না হলে কি তালাক পতিত হবে

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসবিবাহ-তালাক২২ নভেম্বর, ২৩

প্রশ্ন

শর্ত দেয়া হল হাসপাতালে বেগানা রুগি দেখতে যেতে পারবেনা গেলে তালাক কিন্তু সে অনুমিত ব্যতিত হাসপাতালে গেল ও সে উক্ত বেগানা রুগির সাক্ষাত পেলনা হাসপাতালের গেট এ যাওয়ার পর জানতে পারলো উক্ত রুগি হাসপাতালে নেই -এই অবস্থার হুকুম কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

উপরোক্ত কথা প্রমাণ করছে স্বামীর কথা ছিল বেগানা রুগী দেখতে গেলেই তালাক। বেগানা রুগী দেখলে তালাক একথা বলেনি। তাই দেখা না হলেও দেখতে যাওয়ার দ্বারাই তালাক পতিত হয়ে যাবে। এ সকল ক্ষেত্রেই তালাক ততটিই পতিত হবে যতটির শর্ত স্বামী শর্তারোপ করার সময় বলেছিল। তিন তালাকের শর্ত করলে তিন। দুইয়ের করলে দুই। আর একের করলে এক। আর শুধু তালাক বললে একটি পতিত হবে। واذا اضافه إلى الشرط، وقع عقيب الشرط اتفاقا، مثل أن يقول لامرأته: إن دخلت الدار فأنت طالق، (الفتاوى الهندية، الفصل الثالث فى تعليق الطلاق-1/420، الهداية، كتاب الطلاق، باب الأيمان فى الطلاق-2/385، تبيين الحقائق، باب التعليق-3/109

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ নভেম্বর, ২৩