কসরের জন্য ঢাকা শহরের সীমানা

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

কোন মুসাফির ঢাকা শহরে এসে ১৫ দিন থাকার নিয়্যত করলে, মুকীম হয়ে যায়। এখন প্রশ্ন হলো গাবতলী, মিরপুর, যাত্রাবাড়ী, ও উত্তরা ঢাকা শহরের অন্তর্ভুক্ত হবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ঢাকা শহরের আবাদী ধারাবাহিকভাবে যতদূর পর্যন্ত বিস্তৃত, ততদূর পর্যন্ত এলাকা ঢাকা শহরের মধ্যে গণ্য হবে। তবে মাঝখানে যদি কোন কৃষিক্ষেত থাকে, অথবা ১৩৭.১৬ মিটারের বেশী খালি জায়গা থাকে, তাহলে সেখান থেকে অন্য শহর ধরা হবে। এই সংঙ্গা অনুযায়ী গাবতলী, যাত্রাবাড়ী, মিরপুর, সায়েদাবাদ, উত্তরা প্রভৃতি ঢাকা শহরের মধ্যে গণ্য হবে। অতএব, সফরে যাওয়ার সময় এই স্থানগুলো অতিক্রম না করা পর্যন্ত কসর পড়া যাবে না। তদ্রুপ ঢাকায় আসার সময় ঐ স্থানগুলোতে পৌঁছলেই মুকীম হয়ে যাবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৭২
  • দুররে মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ১২১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১