কল্যানের কথা শিক্ষা করা বা শিক্ষা দেওয়া কী হজ্বের ন্যায়?

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসতাবলীগ৪ জুন, ২২

প্রশ্ন

তাবলীগ জামাতী ভাইদের নীচের কথা কি দলিল ভিত্তিক? যে ব্যক্তি শুধু কল্যানের কথা শিক্ষা করার জন্য অথবা শিক্ষা দানের জন্য মসজিদে যায় তার সওয়াব ঐ হাজীর ন্যায় যার হজ্জ্ব কামেল/কবুল হইয়াছে।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ قَالَ: مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا أَنْ يَتَعَلَّمَ خَيْرًا أَوْ يَعْلَمَهُ، كَانَ لَهُ كَأَجْرِ حَاجٍّ تَامًّا حِجَّتُهُ • হযরত উমামা e হতে বর্ণিত। রাসূল c ইরশাদ করেছেন, যে ব্যক্তি শুধু কল্যাণের কথা শিক্ষা করার জন্য অথবা শিক্ষা দানের জন্য মসজিদে যায়, তার সওয়াব সেই হাজীর ন্যায় হয় যার হজ্ব কামেল হয়েছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমুজামুল কাবীর লিতববারানী, হাদীস নং: ৭,৪৭৩
  • মুসনাদুশ শামীন, হাদীস নং: ৪২৩
  • কানযুল উম্মাল, হাদীস নং: ৩,৫৪১
  • মাযমাউজ যাওয়ায়েদ, হাদীস নং: ৪৯৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৪ জুন, ২২