কবরের নিকট কুরআন মজিদ তেলোয়াত

মাসিক আল কাউসারবিবিধ২ মার্চ, ২১

প্রশ্ন

কবরের নিকট কুরআন মজীদ তেলাওয়াত করা জায়েয আছে কি? তিলাওয়াত শেষে মৃতের জন্য হাত তুলে দুআ করা জায়েয হবে কি না? দুআর সময় কোন দিকে ফিরে দুআ করা উত্তম?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কবরের নিকট কুরআন মজীদ তেলাওয়াত করা জায়েয। সাহাবা-তাবেয়ীন থেকে করব যিয়ারতের সময় বিভিন্ন সূরা পড়া প্রমাণিত আছে। তিলাওয়াত শেষে কিবলামুখী হয়ে কবরকে পিছনে রেখে দু’হাত তুলে মৃতের জন্য দুআ করাও জায়েয।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ইলাউস সুনান, খন্ড: , পৃষ্ঠা: ৩২৯
  • ইতহাফু সাদাতিল মুত্তাকীন, খন্ড: ১০, পৃষ্ঠা: ৩৭৩
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৯৫
  • মাজমাউল আনহুর, খন্ড: , পৃষ্ঠা: ২৮৬
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ২৪২
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৬৬
  • ফাতহুল বারী, খন্ড: ১১, পৃষ্ঠা: ১৪৮
  • ফাতহুল বারী, খন্ড: ১১, পৃষ্ঠা: ১৪৮
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৫০
  • সহীহ বুখারী, খন্ড: , পৃষ্ঠা: ৯৩৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২ মার্চ, ২১