কবরে পেশাব সম্পর্কে জিজ্ঞাসা সংক্রান্ত ফাজায়েলে আমলে বর্ণিত হাদীসটি সঠিক কি না

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসমৃত্যু ও আনুষঙ্গিক২৭ নভেম্বর, ২৩

প্রশ্ন

কবরে সর্ব প্রথম কি জিজ্ঞাসা করা হইবে?

ফাজায়েলে আমলের ফাজায়েলে জিকির অধ্যায় এর ৫৪ নাম্বার পৃষ্ঠায় লিখা আছে

যে, এক হাদিসে আছে ” কবরের মধ্যে সর্ব প্রথম পেশাব সম্পর্কে জিজ্ঞাসা করা

হইবে। এই হাদিস কি সত্যি?

যদি সত্যি হয় তাহলে এর রেওয়ায়েত কি সহিহ নাকি জয়ীফ?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ، قَالَ: «اتَّقُوا الْبَوْلَ، فَإِنَّهُ أَوَّلُ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ فِي الْقَبْرِ»

হযরত আবু উমামা e থেকে বর্ণিত। রাসূল c ইরশাদ করেন, তোমরা পেশাব থেকে বেঁচে থাক। কেননা, কবরে বান্দা থেকে সর্বপ্রথম এ বিষয়ে হিসাব নেয়া হবে। আলমুজামুল কাবীর লিততাবরানী, হাদীস নং-৭৬০৫, মুসনাদুশ শামীন-৩৪৩৯, জামেউল মাসানীদ, হাদীস নং-১১২২১, মাযমাউজ যাওয়ায়েদ-১০৩৪, কানযুল উম্মাল, হাদীস নং-২৬৩৬২।

হাদীসটি সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য ১ আল্লামা মুনজিরী i বলেন, এর সনদে কোন সমস্যা নেই। -আততারগীব ওয়াত তারহীব-১/১১৬

২ আল্লামা হায়ছামী i বলেন, এর বর্ণনাকারী রাবীগণ সবাই সিকা তথা গ্রহণযোগ্য। -মাযমাউজ যাওয়ায়েদ-১/২১৪

৩ আল্লামা হায়তামী আলমক্কী i বলেন, এর সনদে কোন সমস্যা নেই। -আযযাওয়াজের-১/১২৫

৪ আল্লামা মুহাম্মদ বিন মুহাম্মদ আলগুজ্জী i বলেন, এর সনদে কোন সমস্যা নেই। -ইতকান-১/৩৪৯

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৭ নভেম্বর, ২৩